Tag: শ্রম সংস্থা

তামাক কোম্পানির কোন প্রকার আর্থিক সহায়তা না নেয়ার সিদ্ধান্ত আইএলও’র
তামাক

তামাক কোম্পানির কোন প্রকার আর্থিক সহায়তা না নেয়ার সিদ্ধান্ত আইএলও’র

উবিনীগ || Friday 01 November 2019 আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ৩৩৭তম গভর্ণিং বডি’র সভায় সিদ্ধান্ত হয়েছে যে কোন তামাক কোম্পানি এবং তাদের সহযোগি প্রতিষ্ঠানের কাছ থেকে কোন প্রকার অনুদান বা অর্থ সাহায্য নেয়া হবে না। তারা একটি সম্বনিত কৌশল গ্রহণ করার প্রস্তাব করেছেন যা তামাক সেক্টরে সুষ্ঠু কাজের পরিবেশের যে ঘাটতি রয়েছে তা নিরসনের লক্ষে কাজ করবেন। কাজেই এই কৌশল বাস্তবায়ন তামাক কোম্পানির অর্থ থেকে মুক্ত থেকেই করতে হবে। Reject Tobacco Funding. Regulate the Tobacco Industry. আন্তর্জাতিক শ্রম সংস্থা ইতিমধ্যে জানিয়েছে যে তারা দুটি তামাক কোম্পানী সম্পৃক্ত প্রতিষ্ঠানের সাথে তাদের চুক্তি নবায়ন করে নি। এই কোম্পানিগুলো হচ্ছে জাপান টোবাকো ইন্টারন্যাশনাল (JTI) এবং Eliminating Child Labor in Tobacco Growing (ECLT) Foundation । ফ্রেমওয়ার্ক কনভেনশান এলায়েন্স (FCA) গভর্ণিং বডি’র স...