Tag: মেয়েরা স্বাধীন

আন্তর্জাতিক নারী দিবস: নারীর সমতা অর্জনে বড় বাধা ‘তামাক’
তামাক

আন্তর্জাতিক নারী দিবস: নারীর সমতা অর্জনে বড় বাধা ‘তামাক’

ফরিদা আখতার || Wednesday 04 March 2020 কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়েই শ্রমিক নারীদের আন্দোলন শুরু হয়েছিল নিউ ইয়র্কের সুঁই কারখানায়। ১৯১০ সালে জার্মাণীর সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেৎকিন মার্চের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবস হিশেবে ঘোষণা দিয়েছিলেন। যদিও দিনটির পালন সে সময় থেকে গত শতাব্দির সত্তুর দশকের মাঝামাঝি পর্যন্ত কেবল সোভিয়েত রাশিয়াসহ বিভিন্ন সমাজতান্ত্রিক দেশেই গুরুত্ব দেয়া হোত। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে সরকারি-বেসরকারিভাবে পালন করা হচ্ছে। সমতার ভিত্তি তৈরি আন্তর্জাতিক নারী দিবসে বিশেষভাবে আলোচনার বিষয়। একই সাথে নারী মুক্তি আন্দোলন ও সংগ্রামের অংশ। সমতা অর্জন করার জন্যে নারীকে শত বছর ধরে সংগ্রাম করতে হচ্ছে। বলতে হয়েছে যে কাজ পুরুষ করতে পারে নারীও সুযোগ পেলে একইভাবে করতে...