Tag: মাহিকো বীজ কোম্পানি

বিটি বেগুন কি রাসায়নিক বিষ মুক্ত?
বিটি-বেগুন

বিটি বেগুন কি রাসায়নিক বিষ মুক্ত?

আব্দুল জব্বার || Tuesday 07 April 2015 সরোজমিন পর্যবেক্ষণ ভারতের মাহিকো বীজ কোম্পানি থেকে গত ২০০৫ সালে বাংলাদেশে বিটি বেগুন প্রবর্তন করা হয়। কয়েক বৎসর ধরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) জেনেটিক্যালি মোডিফাইড অরগানিজম (জিএমও) বিটি বেগুনের উপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। ইতোমধ্যে বারি’র কেন্দ্রীয গবেষণা খামার গাজীপুর ছাড়াও আঞ্চলিক গবেষণা কেন্দ্র যেমন- গাজিপুর, রংপুর, ঈশ্বরদী (পাবনা),বরিশাল, চট্টগ্রাম এবং জামালপুর এর মাধ্যমে পরীক্ষা পরিচালনা করা হয়। ইতিমধ্যে বাংলাদেশের উল্লেখিত গাজিপুর, রংপুর, ঈশ্বরদী (পাবনা), বরিশাল, চট্টগ্রাম এবং জামালপুর এলাকার কৃষকদের মধ্যে বারি বিটি বেগুনের চারা বিতরণের মাধ্যমে চারা বিতরণের মাধ্যমে বিটি বেগুন পরীক্ষামূলক চাষাবাদ করাহয়। বিটি বেগুন চাষে ২ জন কুষক ব্যতিত অবশিষ্ট সকল কৃষক আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হলে...