Tag: তামাক বিরোধী নারী জোট

তামাকে মানুষ মরছে আর কোম্পানি মুনাফা লুটছে!
তামাক

তামাকে মানুষ মরছে আর কোম্পানি মুনাফা লুটছে!

তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) || Sunday 23 June 2019 কালো কাপড় প্রতিবাদের ভাষা।তামাকে মানুষ মরছে অথচ কোম্পানি কামাচ্ছে মুনাফা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য নারী নেমে এসেছেন রাস্তায়। প্রতিবাদ করছেন। তাঁরা বলছেন, নিদেন পক্ষে তামাক দ্রব্যে ওপর কর বাড়াও, যেন তামাকের নেশা কিছুটা হলেও ছুটে যায়। তামাক কোম্পানির লাগাম টেনে ধরুন বাংলাদেশে তামাকজাত পণ্যের ব্যবহার বেড়েছে। স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও তামাকের বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা  করা হয়েছে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরে বাজেটে। তামাকজাত পণ্যের উপর আশানুরূপ কর আরোপ করা হয়নি। তামাকাজাত পণ্যের ব্যবহার কমানোর জন্য এ বাজেটে কোন প্রতিফলন নাই। ২০১৯-২০ অর্থ বছরের চুড়ান্ত বাজেটে তামাকজাত পণ্যের উপর কার্যকর ও বর্ধিত হারে কর আরোপের দাবীতে “কালো কাপড়ে নারীর প্রতিবাদ” শিরোনামে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ...