গার্মেন্টস শ্রমিকদের টিকা পাওয়া থেকে যেন বঞ্চিত করা না হয়
ফরিদা আখতার || Saturday 03 July 2021
গার্মেন্টস শিল্প এবং তাতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে কোভিডের কারণে যে লকডাউন বা বিধিনিষেধ এই পর্যন্ত ঘোষণা হয়েছে তা ২০২০ সালে সাধারণ ছুটির প্রথম অংশ ছাড়া আর কার্যকর হয়নি। কারণ হিসেবে দেখানো হয়, এই শিল্প বিদেশের ‘বায়ার’ নির্ভর, তারা পোশাকের অর্ডার দিলে তা যে কোনো মূল্যে সময় মতো সরবরাহ করতে হবে।
আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের বাজার সংকুচিত হয়েছে তবুও ব্র্যান্ডের ব্যবসা অব্যাহত রয়েছে। কোভিড-১৯ সব ধরনের পেশার মানুষকে সংক্রমিত করে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের করে না, এমন একটি ধারণা বিজিএমইএ থেকে দেয়া হয়। তাদের যুক্তি, গার্মেন্টস শ্রমিকরা বয়সে তরুণ এবং তারা গরিব। বয়সে তরুণদের কোভিড-১৯ সংক্রমণ কম হয়, এবং গরিবদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ইত্যাদি। তবে এমন যুক্তি প্রমাণের জন্য কোনো প্রকার টেস্ট করানো হয়নি। চল্লিশ লাখ শ্রমিকের ...