নদী ভাঙ্গন প্রতিরোধে বাঁশের ছটকা নির্মাণ
উবিনীগ || Tuesday 08 June 2021 ||
স্থান: বানতিয়ার, সোনাতনী, শাহজাদপুর, সিরাজগঞ্জ
প্রকল্প: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগের পরিপ্রেক্ষিতে নয়াকৃষি কৃষকের ফসল পরিকল্পনা ও দূর্যোগ (নদী ভাঙ্গন, বন্যা, খরা, জলাবদ্ধতা) মোকাবেলার উদ্যোগ।
এ বছর (২০২১) যমুনা নদীর মাঝখানে বানতিয়ার, বালিয়াডাঙ্গা ও ঘোরজান গ্রামের কৃষক, শিক্ষক, ইউপি সদস্য ও ব্যবসায়ীদের সাথে কয়েক দফা আলোচনার পরে ২৭ মে ২০২১ প্রাকৃতিক দূর্যোগ ও নদী ভাঙ্গন রোধে বাঁশের ছটকা নির্মানের কাজ শুরু হয়েছে। প্রতি বছরই এই চরের মানুষেরা প্রাকৃতিক দূর্যোগ এবং নদী ভাঙ্গনের মুখোমুখি হয়।
অনেক বছর ধরে উবিনীগ প্রাইমেট’স ওয়ার্ল্ড রিলিফ এন্ড ডেভেলাপমেন্ট ফান্ড (PWRDF) এর সহায়তায় নদী ভাঙ্গন রোধে নয়াকৃষি আন্দোলনের কৃষকদের সাথে একত্রে কাজ করে আসছে। পাশাপাশি নতুন জেগে ওঠা চরগুলোতে নয়াকৃষির কৃষকেরা প্রাণবৈচিত্র্য নির্ভর চাষ...