প্যারাবন ও উপকূলীয় অঞ্চল

উপকূলীয় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় প্যারাবনের ভূমিকা
প্যারাবন ও উপকূলীয় অঞ্চল

উপকূলীয় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় প্যারাবনের ভূমিকা

উবিনীগ || Monday 23 September 2019 স্থানীয়ভাবে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন বা প্যারাবন নামে পরিচিত এবং এই বনভূমি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে প্রধান ভূমিকা পালন করছে। এই ম্যানগ্রোভ এলাকা জলোচ্ছ্বাসের হাত থেকে অভ্যন্তরীণ ভূমি ও জনপদকে রক্ষা করে। পৃথিবীর এই বৃহত্তম গভীর বনভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকায় (প্রধানত খুলনা জেলা) অবস্থিত। বাংলাদেশের উপকূলে ৫৮,৭০০ হেক্টর প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে এবং ১০০০ হেক্টর মানুষ কর্তৃক সৃষ্ট ম্যানগ্রোভ এলাকা। এটি শুধু দেশের প্রধান বৃহত্তর বনভূমি নয়, এটি পৃথিবীর বৃহত্তর একক ঘন বনাঞ্চল। সুন্দরবন এলাকা একটি জোয়ার-ভাটা সমৃদ্ধ বনাঞ্চল। এই এলাকায় উত্তর পূর্বের মিঠে পানি এবং দক্ষিণ-পশ্চিমের লবণাক্ত পানির মিশ্রন ঘটে। ম্যানগ্রোভ এলাকায় বৃহত্তম গাছপালা ২০ মিটার দীর্ঘ, কিন্তু প্রধান বনাঞ্...