অনন্য রোকেয়া
ফরিদা আখতার || Wednesday 09 December 2020
গত শতাব্দির শুরু থেকে বর্তমান ২০২০ সালে এসে আমাদের সমাজে নারী আন্দোলনকে বাইরে থেকে যতোই ‘আধুনিক’ মনে হোক, চিন্তার দিক থেকে খুব অগ্রসর হতে পেরেছে বলা যাবে না। নারীর প্রশ্ন রোকেয়ার রচনা, চিন্তায় ও ভাষায় যতো শক্তিশালী ভাবে উঠে এসেছে তেমন কেউই তার মতো শক্তিশালী ভাষায় বলতে পারে নি।
ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস। দীর্ঘদিন রোকেয়ার কোন স্বীকৃতি ছিল না। এখন সরকারিভাবে পালিত হয়, সরকারি ভাবে রোকেয়া পদকে অনেককে ভূষিত করা হয়। এই দিনে সকলে বেগম রোকেয়াকে স্মরণ করেন, পত্র-পত্রিকায় লেখালেখি হয়। সেটা মন্দের ভাল। নারী শিক্ষার জন্যে বেগম রোকেয়ার সংগ্রামের সুফল আমরাও পেয়েছি। তাই আজ দু’কলম লেখার চেষ্টা করছি।
রোকেয়া খাতুন বাংলাদেশের রংপুরের মেয়ে ছিলেন, সাখাওয়াত হোসেনের সাথে তাঁর বিয়ের পর তিনি কলকাতায় চলে যান। রোকেয়া ...