টাংগাইল শাড়ীর বর্তমান অবস্থা
রবিউল ইসলাম চুন্নু || Thursday 21 December 2017
টাংগাইল শাড়ী, যার আলাদা একটা কদর আছে সারা দেশে। টাংগাইল জেলায় বিভিন্ন এলাকায় শাড়ী তৈরী হলেও আসল টাংগাইল শাড়ী উৎপাদন হয় পাথরাইল এলাকার কয়েকটি গ্রামে। যেমন- পাথরাইল, নলশোধা, চন্ডি, ধুলটিয়া, নলুয়া, মঙ্গলহর সহ আরো কয়েকটি গ্রামে।
এখানকার তাঁতীরা টাংগাইলের নকশী বুটি, টাংগাইল জামদানী, বালুচুরি, টাংগাইল সিল্ক ও জ্যাকাট তাঁতের বিভিন্ন ডিজাইনের শাড়ী তৈরী করে থাকে। ঈদ, পূজা, ১লা বৈশাখ সহ বিভিন্ন উৎসবকে সামনে রেখে তাঁতীরা ভিন্ন ভিন্ন ডিজাইনের শাড়ী তৈরী করে। তাঁতীদের সাথে কথা বলে জানা যায়, এবারে সুতার মূল্য বেশী থাকায় ক্ষুদ্র তাঁতীরা উৎপাদন পুঁজির অভাবে শাড়ী উৎপাদন কম করেছে। অনেক তাঁতীর সুতার অভাবে তাঁতও বন্ধ ছিল। ছয় মাস আগে যে সুতা ৪০ টাকা মোড়া ছিল সেই সুতা বর্তমানে ১১০ টকায় কিনতে হচ্ছে। শুধু সুতার দাম না, এর সাথে পাল্লা দিয়...