আমরা ও আমাদের সহকর্মী

পলাশ বড়াল: প্রথম মৃত্যু বার্ষকীতে গভীর শ্রদ্ধ্বা ও ভালবাসা
আমরা ও আমাদের সহকর্মী

পলাশ বড়াল: প্রথম মৃত্যু বার্ষকীতে গভীর শ্রদ্ধ্বা ও ভালবাসা

সীমা দাস সীমু এবং ফরিদা আখতার || Wednesday 25 November 2020 দেখতে দেখতে একটা বছর চলে গেল। ২০২০ সালের ২৭ নভেম্বর পলাশের মৃত্যুর এক বছর পূর্ণ হলো। গত বছর এই তারিখে উবিনীগের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সদস্য পলাশ চন্দ্র বড়াল ২৭ নভেম্বর, ২০১৯ তারিখে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি এক মেয়ে অস্মিতা ক্লারা বড়াল,এক ছেলে,ফেডরিক নিঃস্বর্গ বড়াল এবং স্ত্রী অঞ্জলী জাসিন্তা কস্তাসহ বহু সহকর্মী, বন্ধু এবং শুভানুধায়ি রেখে গেছেন। অস্মিতা এবং নিঃস্বর্গকে নিয়ে পলাশের অনেক আশা ছিল, তাদের নিয়ে একজন গর্বিত পিতা ছিলেন তিনি। পলাশের দেশের বাড়ি পিরোজপুর শহরে। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে। উবিনীগ যখন ১৯৮৪ সালে শুরু হয় তখন থেকেই পলাশ উবিনীগের সাথে জড়িত। ১৯৮৩ সালে স...